মুরগী দ্রুত বাড়ি ফিরছে। বাতাস শুরু হয়েছে , ঝড় উঠবে যে কোন সময়ে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। হঠাত পথে বনের রাজা বাঘের সাথে দেখা। বাঘ বলল , ' তুমি কোথা থেকে ফিরলে ?' মুরগী বলল , ' রাজা মশাই আমাদের মুরগীদের একটা অনুষ্ঠান ছিল , সেখানেই গিয়েছিলাম। ' বাঘ বলল , ' তুমি পরিবার থেকে তাহলে অনেক সময় থেকেই আলাদা! তোমাকে আমি চিনি। তোমার বেড়ে উঠা বাচ্চাদের ফেলে যাওয়া উচিত হয়নি। ' মুরগী বিনয়ের সাথে বলল , ' আমার ডিমগুল এখনো ফুটিনি। ' বাঘ গম্ভীর হয়ে বলল , ' ডিমগুলর ভিতর ওরা বেড়ে উঠছে , মাকে ওরা সব সময় এখন কাছে চাইবে। এমন কি খোসা ছেড়ে বের হয়ে কিছুটা বড় হওয়া পর্যন্ত ওরা তোমাকে কাছে চাইবে। তাই না ? আর ফেলে গেলে ভয় তো সেখানেই। যাও দ্রুত যাও , ঝড় হবেই বলে মনে হচ্ছে। ' মুরগী দ্রুত ছুটতে লাগল। আসলেই অনেক দূরে তার বাড়ি। ইচ্ছা করলেই অনুষ্ঠান এড়ানো যেত। তবে সবার সাথে অনেক দিন পরে দেখা হবে আর খুব ইচ্ছে করছিল বলেই গিয়েছিল। মুরগী বাড়ির কাছে এসে তো অবাক , একটা ডিমও নেই! নেই মানে নেই। আশে পাশে কোথাও নেই! আঁতকে উঠল। বিকালের আগে বের হয়েছিল। এই নিম গাছের নীচের এ...