Skip to main content

Posts

Showing posts from November, 2017

টিকুমনি

 টিকুমনি  মোঃ নোমান সরকার কেউ যখন কোন বিষয়ে কষ্ট পায় তা টিকুমনি বুঝতে পারে, এমন ভবে বুঝতে পারে যেন সে তা অনুভব করে। কেন সে এতটা অনুভব করে তা কি তোমরা জানো? আসলে অন্যের কষ্ট আর দুঃখকে টিকুমনি নিজের দুঃখ কষ্ট বলেই মনে করে বলেই সে এতটা অনুভব করে। আরে আমি তো ভুলেই গেছি   তোমাদের কাছে টিকুমনির পরিচয়টা দেওয়াই হয়নি। সে হচ্ছে নীলুর টিয়া পাখি। নীলুর ঘরেই সে থাকে। আর নীলুকে তো তোমরা চিনোই, সে ক্লাস ওয়ানে উঠছে এই বছর, এই শহরে খুব উঁচু একটা বিল্ডিং সে থাকে। আর টিকুমনি দেখতে ভারী সুন্দর, গলার ও ঘাড়ে পান্না সবুজ আর কলাপাতা সবুজ রং আর লেজের দিকটায় সামান্য নীল রং সবার মন কেড়ে নিয়েছে। তারচেয়েও সুন্দর তার তাকিয়ে থাকা।   টিকুমনিকে দেখে নীলু খুব বুদ্ধিমাতি বুদ্ধিমা্তি বলেই মনে হয়। আর টিকুমনির পরিস্কার থাকাটা নীলুর খুবই   পছন্দ। গত মাসে স্কুলের দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়ায় নীলুর মন ভারী খারাপ হয়েছিল। বাবা তখন ওর জন্য টিয়া পখি নিয়ে এসেছিল। নিয়ে এসেছিল টিয়াপাখিটাকে একটা খাঁচায় করে। কিন্তু খাঁচায় টিয়া পাখি থাকবে, এটি নীলুর পছন্দ হয়নি। সারাদিনই বসে ছিল খাঁচার পাশে। তার কেবলই মনে হয়েছিল টিয়