লক ডাউন নুরেন নুরাইন জীবনটা আমাদের কালো ধুয়া হয়ে গেল। পড়াশোনা ছাত্রদের তেজপাতা হয়ে গেল। বাসায় বসে ভাল লাগে না আর, এখন আছে আর কী করার। কিছু যদি তুমি আবার বাহিরে যাও, গিফট হিসাবে একগাদা কোরনা পাও। জীবন থেকে বড় আর কিছু নেই, তাই সবাই চলো লক ডাউন মেনে নেই। জনগন যদি একসাথে মিলেমিশে কাজ করে তবে, দেশোটা খুব সহজেই করোনা মুক্ত হবে।