Skip to main content

Posts

Showing posts from June, 2015

Story Mother

গল্প মা ----------- অনেক অনেক দিন আগের কথা। আমাদের দেশে এক গ্রামে বাস করত এক বুড়ি মা। তিনি একটুতেই রেগে যেতেন। আর একবার রেগে গেলে রাগ থামতই না। রেগে গেলে আর মানু ষ কে কষ্ট দিয়ে কথা বলতেন। কটু কথা রেগে রেগে বলে ফেলতেন। তিনি তার বাড়িতে একাই থাকতেন। একদিন বুড়ি মায়ের অসুখ হল। কিন্তু কেউ   তাকে দেখতে এল না। একদিন যায় , দুই দিন যায় , কেউ যখন দেখতে এল না তখন বুড়ি মা বুঝলেন তার রাগের জন্য আর কটু কথা বলার জন্য কেউ তাকে পছন্দ করে না। তাই তার বিপদে কেউ আসেনি। কেউ খবর নেয়নি। তিনি মনে মনে ঠিক করলেন , আর কখনো তিনি রেগে যাবে না , কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না । আর কটু কথা বলবেন না।   চতুর্থ দিনের দিন সেই গ্রামে বাস করা একজন জ্ঞানী লোক , তিনি বুড়িমাকে   দেখতে আসলেন। বুড়িমা দেখে তিনি খুব কষ্ট   পেলেন। তিনি খাবার নিয়ে এসে খাইয়ে দিলেন। তখন বুড়ি মা নরম গলায় বলল ,’ আমি আর কাউকে কটু কথা বলব না।‘ জ্ঞানী মানুষ তা নিয়ে কিছু বললেন না। তিনি   বললেন , ’ বুড়ি মা আপনি কি বই পড়তে পারেন ? ’   বুড়ি মা মাথা ঝাঁকাল। জ্ঞানী মানুষ বললেন , সুস্থ হলে আপনি বই পড়বেন। আপনি যদি বই পড়ে...

My book 'RAZAZINZIR' and me

আমার বই রাজা জিনজির আর আমি!