আমাদের আরো ভাবতে হবে। ভাবতে হবে যে আগুন সবকিছু পুড়িয়ে ফেলতে পারে, সেই আগুন দিয়েই আমরা রান্না করি। এতেই হিসাবটা সহজ হয়ে যায়, আমরা আগুনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখি। কিন্তু যখনই আমরা উদাসীন তখনই বড় বিপদগুলো ঘটে যাচ্ছে। আগুন লাগার পর ফায়ার ফাইটারদের আসতে যে সময় নিয়েছিল, গলির কারনে গাড়ি ঢুকতে না পারা সহ জ্যাম মিলিয়ে যে সমস্যা হচ্ছিল বা হয় সেই বিষয়টি আমাদেরকে বুঝতে বা মানতে হবে। আমাদের বুঝতে হবে এভাবে হবে না কেবল। কেবল ফায়ার ব্রিগেডের গাড়ির জন্য পথ চেয়ে বসে থাকলে চলবে না। গাড়ি আসতে যদি ১০ মিনিট সময়ও নেয়। তবে সেই স্ময়ে আগুন ভয়াবাহ অবস্থার দিকে যাবে। তাই অগ্নি নিবারকের গাড়ির আশায় বসে থাকলে কেবল হবে না, বিশেষ করে পুরানো ঢাকার এত সরু গলিতে বসবাস করা মানুষদের বিষয়টি বা শহরগুলোর অন্য এলাকাগুলো একই অবস্থা। চাইলেই গলি বড় করা সম্ভব না। বাস্তবতাকে বুঝতে হবে। বুদ্ধি বের করতে হবে। আগুন সব পুরিয়ে ফেলে, সেই আগুনকে আমরা সাপ বশ করার মতন নিয়ন্ত্রণ করে তা দিয়ে রান্না করি। প্রতিটা ছাদে ১০০ ফিট পাইপ রাখতে পেঁচিয়ে, পানির টাংকির সাথে যোগ থাকতে হবে। প্রয়োজনে ছোট আরেকটি নীচে চাকা যুক্ত প্রটবল টাংকি থ...