Skip to main content

Posts

নুরেন

  নুরেন   মোঃ নোমান সরকার  নুরেনকে আমি ডেকেছি,   নুরেন বলে আসিছি ,  সে এখন বড্ড ব্যস্ত  যেন কাজ মস্ত।।
Recent posts

হাতি ঘোড়া নাচায়

  ছড়া  হাতি ঘোড়া নাচায় মোঃ নোমান সরকার      নুরেন এখন খায় না  নুরেন গান গায় না  পড়ালেখা করে না  ডুম ডুম ডুম বাঁজায়   যেন হাতি ঘোড়া নাচায়।।

poem of Nomaan

 RomSky (1) Who does not know those feelings, how they understand its a feeling that The joy that comes when the morning sun falls on the body. Noman(Rom Sky) is soaking wet in the sun and is walking. I often wonder which way he is going!  যে নরম রোদ শরীরে মেখেছে সে কি তার মতন যে এইসবের কিছুই জানেনা। সেই রোদে ঘামে ভিজে নোমান যে হেঁটেই যাচ্ছে। আমি প্রায়ই ভাবি সে আসলে কোন দিকেইবা যাচ্ছে!

লক ডাউন

লক ডাউন নুরেন নুরাইন   জীবনটা আমাদের কালো ধুয়া হয়ে গেল। পড়াশোনা ছাত্রদের তেজপাতা হয়ে গেল। বাসায় বসে ভাল লাগে না আর, এখন আছে আর কী করার। কিছু যদি তুমি আবার বাহিরে যাও, গিফট হিসাবে একগাদা কোরনা পাও। জীবন থেকে বড় আর কিছু নেই, তাই সবাই চলো লক ডাউন মেনে নেই। জনগন যদি একসাথে মিলেমিশে কাজ করে তবে, দেশোটা খুব সহজেই করোনা মুক্ত হবে।

ছড়া

নুরেন         মোঃ নোমান সরকার  নুরেনকে আমি ডেকেছি, নুরেন বলে আসিছি , সে এখন বড্ড ব্যস্ত যেন কাজ মস্ত।।

ছড়া

হাতি ঘোড়া নাচায়                         মোঃ নোমান সরকার  নুরেন এখন খায় না নুরেন গান গায় না পড়ালেখা করে না ডুম ডুম ডুম বাঁজায় যেন হাতি ঘোড়া নাচায়।।

ছায়া

  ছায়া (পর্ব – ১) মোঃ নোমান সরকার                                                  প্রথম দৃশ্য – ১  (ভোর বেলা। নদীর তীরে হাঁটছে ২ জন মানুষ। দুইজনের বয়স ৫০ এর উপরে।   একজন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবী পরা, তিনি চেয়ারম্যান সাহেব। আরেকজন লুঙ্গি পরা আর ফতুয়া। তার হাতে ছাতা সেটি , ছাতাটি চেয়ারম্যান সাহেবের মাথার উপরে।)  (ক্যামেরা শুরু করবে দুইজন মানুষ হেঁটে যাচ্ছে, তাদের পিছন দিক থেকে। নদীর পার বা তীর সহ আকাশ দেখা যাচ্ছে। ক্যামেরায় প্রবেশ করবে দুইজন। চেয়ারম্যান সাহেবের মুখ নদীর দিকে। তারপর কালুকে দেখানো হবে, তার মুখ চেয়ারম্যান সাহেবের দিকে।)  কালুঃ চেয়ারম্যান সাহেব, আপনার নাস্তা খাইবার সময় হইছে। চেয়ারম্যান সাহেবঃ চল, বাড়ির দিকে। কালুঃ চেয়ারম্যান সাহেব , আমি একটা প্রশ্ন করতে চাই? চেয়ারম্যান সাহেবঃ কর। কালুঃ দুনিয়াটা এত ছোট যে জমি নিয়া খালি মারামারি হয়। আর মাথার উপর এত বড় একটা আকাশ?   (চেয়ারম্যান সাহেব দাঁড়াল, হাত দিয়া কালুকে থামাল। তার দৃষ্টি নদীর দিকে।)  চেয়ারম্যান সাহেবঃ কালু, একটা মানুষ পড়ে আছে নদীর কিনারায়। (কালু চেয়ারম্যান সাহেবের বামে আর নদী ডানে। তাই চ