ছায়া (পর্ব – ১) মোঃ নোমান সরকার প্রথম দৃশ্য – ১ (ভোর বেলা। নদীর তীরে হাঁটছে ২ জন মানুষ। দুইজনের বয়স ৫০ এর উপরে। একজন সাদা পায়জামা, সাদা পাঞ্জাবী পরা, তিনি চেয়ারম্যান সাহেব। আরেকজন লুঙ্গি পরা আর ফতুয়া। তার হাতে ছাতা সেটি , ছাতাটি চেয়ারম্যান সাহেবের মাথার উপরে।) (ক্যামেরা শুরু করবে দুইজন মানুষ হেঁটে যাচ্ছে, তাদের পিছন দিক থেকে। নদীর পার বা তীর সহ আকাশ দেখা যাচ্ছে। ক্যামেরায় প্রবেশ করবে দুইজন। চেয়ারম্যান সাহেবের মুখ নদীর দিকে। তারপর কালুকে দেখানো হবে, তার মুখ চেয়ারম্যান সাহেবের দিকে।) কালুঃ চেয়ারম্যান সাহেব, আপনার নাস্তা খাইবার সময় হইছে। চেয়ারম্যান সাহেবঃ চল, বাড়ির দিকে। কালুঃ চেয়ারম্যান সাহেব , আমি একটা প্রশ্ন করতে চাই? চেয়ারম্যান সাহেবঃ কর। কালু...